নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ব কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) তাদের পরিচালনা পর্ষদে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) একজন সদস্যকে রাখার ঘোষণা দিয়েছে। বেক্সিমকোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসসির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির পরিচালনা পর্ষদে বেক্সিমকোর মোস্তফা জামানুল বাহারকে সদস্য হিসাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মোস্তফা জামানুল বাহার মনোনীত সদস্য হিসাবে নিয়োগের প্রস্তাব উত্থাপন করা হবে। তবে এজন্য বেক্সিমকোকে বিএসইসির ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪.৮০ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২.৫২ টাকায়।