বেসিস সদস্যদের রিটার্ন সংক্রান্ত সেবা দেবে বিডিট্যাক্স

নিজস্ব প্রতিবেদক : দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্যদের আয়কর রিটার্নসংক্রান্ত সেবা দেবে বিডিট্যাক্স টেকনোলজি লিমিটেড।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটোর মধ্যে সম্প্রতি চুক্তি সই হয়েছে। চুক্তিতে বিডিট্যাক্সের পক্ষে— প্রধান পরিচালন কর্মকর্তা মাহবুবুল কবির, সিনিয়র ম্যানেজার পিএম অ্যান্ড অপারেশনস এনায়েত খন্দকার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার শামীম রহমান এবং বেসিসের পক্ষে নির্বাহী পরিচালক আবু ঈসা মোহাম্মদ মাইন উদ্দিন, চেয়ারম্যান (স্ট্যান্ডিং কমিটি অন মেম্বার সার্ভিসেস এবং ওয়েলফেয়ার) শাহজালাল এবং হেড অব সার্ভিস চৌধুরী ফাতিমা রোকন তুলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

সমঝোতা অনুযায়ী বেসিস সদস্যরা বিডিট্যাক্সের মাধ্যমে তাদের কর্মীদের ট্যাক্স রিটার্ন প্রস্তুত এবং জমা দিতে পারবেন। বেসিস সদস্য এবং তাদের কর্মীরা বিডিট্যাক্সের সব প্যাকেজে বিশেষ ছাড় এবং বিনামূল্যে ট্যাক্স পরামর্শ পরিষেবা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধকৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন এমডি
পরবর্তী নিবন্ধবরিশাল বীমা মেলার লোগো উন্মোচন