মশিউর সিকিউরিটিজের লঙ্ঘিত আইন সংশোধনের নির্দেশ বিএসইসির

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ (ট্রেক নং-১৩৪) বিরুদ্ধে একাধিক সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর মধ্যে- একই ব্যাংক হিসাব ও মোবাইল নাম্বার ব্যবহার করেছে বেশ কিছু বিও হিসাব খোলা, একাধিক গ্রাহক সমন্বিত ব্যাংক হিসাব ব্যবহার করা এবং শেয়ার ক্রয়-বিক্রয় নির্দেশের স্লিপ সংরক্ষণ না করা উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় ব্রোকারেজ হাউজটিকে লঙ্ঘিত আইন সংশোধন করার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি মশিউর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

এদিকে বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ পরিস্থিতিতে মশিউর সিকিউরিটিজকে বিএসইসির আইন যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। একইসঙ্গে এ চিঠি জারির ১৫ কার্যদিবসের মধ্যে সনাক্ত হওয়া সকল সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও অসঙ্গতি সংশোধনের বিষয়ে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রমে সতর্কতার সঙ্গে সিকিউরিটিজ সম্পর্কিত বিধি-বিধান ও আইন মেনে চলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে কম্পোজিট মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
পরবর্তী নিবন্ধসিএসইর শেয়ারপ্রতি ৫০ পয়সা লভ্যাংশ ঘোষণা