নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার দীর্ঘ মন্দা কাটিয়ে সম্প্রতি কিছুটা ঊর্ধ্বমুখীতার দেখা মিলেছে। গত এক মাসে দেশি বিনিয়োগকারী বাড়লেও কমেছে বিদেশী বিনিয়োগকারীরার সংখ্যা। দেশি নতুন বিনিয়োগকারীর মধ্যে যেমন পুরুষ বিনিয়োগকারী আছেন, তেমনি রয়েছেন নারী বিনিয়োগকারী। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। তবে এর মধ্যে কমেছে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা। শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী আসায় গত এক মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা বেড়েছে পাঁচ হাজারের বেশি। এর সবগুলোই দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব।
দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বাড়ার মধ্যেই গত এক মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে অর্ধশতাধিক। এবিষয়ে ডিএসইর বাজার সংশ্লিষ্টরা বলেন, যেখানে মুনাফা ভালো হবে সেখানে বিনিয়োগকারী আসবেই। যারা বাজার বোঝেন তারা শেয়ারের দাম কমার সময় বিনিয়োগ করেন, আর দাম বাড়ার সময় বিক্রি করে দেন। বাজারে শেয়ারের দাম কম থাকার কারণে তারা আসছেন, শেয়ার কিনছেন। এটা শেয়ারবাজারের জন্য পজিটিভ খবর। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম কার্যদিবস বা ২ অক্টোবর বিও হিসাব ছিল ১৮ লাখ ৪৮ হাজার ৯৮২টি, যা বেড়ে ৩ নভেম্বর দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৪ হাজার ৩১৮টিতে। অর্থাৎ গত এক মাসে ৫ হাজার ৩৩৬টি বিও হিসাব বেড়েছে। সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৩ লাখ ৮৪ হাজার ৫০৬টি। অক্টোবরের শুরুতে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৮০ হাজার ৩০৫টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব ৪ হাজার ২০১টি বেড়েছে।
অপরদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ৪ লাখ ৫৩ হাজার ৫৭৪টি। অক্টোবরের শুরুতে এই সংখ্যা ছিল ৪ লাখ ৫২ হাজার ৫৭০টি। এ হিসাবে এক মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে এক হাজার ৪টি।
গত এক মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৩১টি। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৬ হাজার ২৩৮টি। অক্টোবরের শুরতে এই সংখ্যা ছিল ১৬ হাজার ১০৭টি। এদিকে নারী, পুরুষ ও কোম্পানির বিও হিসাব বাড়লেও গত এক মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে। বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ৬৩ হাজার ৪৩টি। অক্টোবরের শুরুতে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৩ হাজার ১১৩টি। অর্থাৎ গত এক মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৭০টি। অপরদিকে, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৭ লাখ ৭৫ হাজার ৩৭টি। অক্টোবরের শুরুতে ১৭ লাখ ৬৯ হাজার ৭৬২টি বিও হিসাব ছিল। অর্থাৎ গত এক মাসে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৫ হাজার ২৭৫টি।