সবাইকে সঞ্চয়ী ও উৎপাদনমুখী হতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : সবাইকে সঞ্চয়ী ও উৎপাদনমুখী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী মন্দার প্রভাব যেন খুব বেশি ক্ষতি করতে না পারে সেই উদ্যোগ নিতে হবে।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন করেন তিনি।

২৫ জেলায় একশ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এসব সেতুর ফলে অর্থনৈতিক উন্নয়ন যেমন তরান্বিত হবে, তেমনি আইনশৃংঙ্খলারও উন্নতি হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটে সবাইকে উৎপাদনমুখী হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান।

সারাদেশে একযোগে প্রায় ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই একশ সেতু। চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় রয়েছে একটি সেতু। এগুলোর মধ্যে দুর্গম ও পাহাড়ী অঞ্চলেও সেতু নির্মাণ করা হয়েছে।

এসব সেতুর ফলে সারাদেশে যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা ব্যাংকে ক্রেডিট ব্যাক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধহাতিরঝিলের সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা