সংবাদ বিজ্ঞপ্তি : ‘গ্রোয়িং উইথ সাসটেইনেবিলিটি, মুভিং উইথ রেসিলিয়েন্স’ স্লোগানকে ধারণ করে প্রথমবারের মতো সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২১ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে রিপোর্টটি প্রকাশ করেন।
‘গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড-কোর অপশন’ এর ভিত্তিতে ওই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিবিও এবং সাসটেইনেবল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও এস এম মঈনুদ্দীন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও এম আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মোহাম্মদ আশফাকুল হক, কোম্পানি সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক এবং আইওটিএ কনসাল্টিং বিডির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।