সিলেটের অধিনায়ক মাশরাফি

খেলাধুলা ডেস্ক : নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে এই আসর। যার প্রভাবে এখন থেকেই বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল গঠনের কার্যক্রম শুরু করেছে। বিপিএলে এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ শনিবার নিজেদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য তারা নিশ্চিত করেছে। সেই পোস্টে সিলেট লিখেছে, ‘সিলেটকে নিয়ে নতুন মিশনে ক্যাপ্টেন মাশরাফি! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি। সেই ধারা বজায় রেখেছেন বিপিএলেও। টি-২০ ক্রিকেটের জমজমাট এই আসরেও সফল অধিনায়কদের তালিকায় শীর্ষ নামটি তার। বিপিএলে এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই পেসার। খেলোয়াড় হিসেবে জিতেছেন আর একটি। ম্যাচ জয়ের দিকেও সফল মাশরাফি।’
সিলেট সেখানে আরো যোগ করে, ‘এবার মাশরাফীকে দলে ভিড়িয়েছে নতুন দল সিলেট স্ট্রাইকার্স। নতুন দল নিয়ে নব উদ্যমে শিরোপা মিশনে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় অধিনায়ক। তবে কি বাজিমাত করবে সিলেট? অপেক্ষা কেবল সময়ের।’ এর আগে সিলেট দল তাদের আইকন ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মর্তুজার নাম ঘোষণা করেছিল।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাই বিমানবন্দরে আটক শাহরুখ খান
পরবর্তী নিবন্ধকলাপাড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত