নিউজ ডেস্ক : দেশের উভয় শেয়ারবাজারের লেনদেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে। এ লেনদেন চলবে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত।
মঙ্গলবার (৮ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লেনদেনের নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে।
লেনদেন সময়সীমা পরিবর্তেনের বিষয়ক নির্দেশনাটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। সঙ্গে প্রি-ওপেনিং সময় ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর পোস্ট ক্লোজিং সময় নির্ধারণ করা হয়েছে ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।
বর্তমানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পুঁজিবাজারে পর্যন্ত লেনদেন হয়। তার সঙ্গে প্রি-ওপেনিং ৫ মিনিট, আর পোস্ট ক্লোজিং রয়েছে ১০ মিনিট।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া সার্কুলারে ১৫ নভেম্বর থেকে ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলার কথা জানানো হয়। আর ব্যাংকের অফিস ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকার কথা জানানো হয়। তবে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্টের নির্দেশনা বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়।
এর আগে বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিসের সময় কমানো হয়। একইসঙ্গে স্কুল সপ্তাহে ২ দিন বন্ধ থাকার কথাও জানানো হয়।