২ বছর পর মঞ্চে ফিরছেন চঞ্চল
:

সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট ও নাটকের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ২ বছর পর ফিরছেন মঞ্চে। আরণ্যক নাট্যদলের জনপ্রিয় মঞ্চ নাটক রাঢ়াঙ এর নিয়মিত অভিনেতা তিনি। সেই নাটকের ১৯৯ এবং ২০০তম মঞ্চায়নে দেখা যাবে এ অভিনেতাকে।

চঞ্চল চৌধুরী বুধবার তার ফেসবুক পোস্টে বলেন, ‘১৭ ও ১৮ নভেম্বর রাঢ়াঙ নাটকের মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমিতে। প্রায় ২ বছর পর আবার মঞ্চে দাঁড়াব রাঢ়াঙ নাটকে অভিনয়ের জন্য।’

নাটকের দল আরণ্যক থেকেই অভিনয়ের যাত্রা শুরু চঞ্চলের। স্মৃতিচারণ করে এ অভিনেতা বলেন, ‘আরণ্যক নাট্যদলে আমার ২৫ বছর পার হয়ে গেছে। সেই কালো দৈত্য মঞ্চ নাটক দিয়ে শুরু। তারপর ওরা কদম আলী, ইবলিশ, প্রাকৃতজনকথা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন, সঙক্রান্তি, রাঢ়াঙ, চে’র সাইকেল, ঘুমের মানুষ, ঋণের সঙ, শত্রুগন, ঐ আসে।

‘কত কত মঞ্চ নাটক, পথ নাটকের কত শত প্রদর্শনীতে অংশগ্রহণ। বিগত ২৫ বছরে কখনও মঞ্চের পেছনে কাজ করা, কখনও অভিনয়ের জন্য মঞ্চে দাঁড়ানো।’

অভিনেতা জানান, নাট্যগুরু মামুনুর রশীদের কাছে অভিনয়ের হাতে খড়ি তার। পরে আরণ্যকের মূল মন্ত্র ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’ স্লোগানটি বুকে নিয়েই অভিনয়ের পথ চলা চঞ্চলের।

জনপ্রিয় এ অভিনেতার মতে, আরণ্যক থেকে অভিনয়ের যাত্রা শুরু করেছেন এবং যেখানে এসে পৌঁছেছেন, সেটাও আরণ্যকের কারণেই।

চঞ্চল বলেন, ‘আরণ্যকের পাদপ্রদীপে আমার ঠাঁই হয়েছিল বলেই, আজ এত মানুষের ভালোবাসায় ঋদ্ধ হয়েছি। দীর্ঘায়ু লাভ করুক আমার দল আরণ্যক। জয় হোক বাংলা নাটকের।’

পূর্ববর্তী নিবন্ধডিএসইর লেনদেন নামলো ৫শ কোটি টাকার নিচে
পরবর্তী নিবন্ধঅবৈধ পথে রেমিটেন্স পাঠালে ব্যবস্থা : কেন্দ্রীয় ব্যাংক