আইএমএফের সঙ্গে বিএসইসির বৈঠক শুরু

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধি দলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক শুরু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএসইসির আগারগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বিএসইসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. রশীদুল আলম ঢাকা পোস্টকে বলেন, আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে সোমবার সকাল সাড়ে ১০টায় বিএসইসির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন।

বৈঠকে আইএমএফের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনন্দ। বিএসইসির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে তাদের বৈঠকে বসার কথা রয়েছে।

বৈঠকে ফ্লোর প্রাইস আরোপ, বন্ড মার্কেটের উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স অবকাঠামো এবং বাজারে প্রয়োগের ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় আসে গত ২৬ অক্টোবর। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করেছে তারা। এই দলটি ৯ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করবে।

পূর্ববর্তী নিবন্ধইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএকযোগে ১০০ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা