এফবিসিসিআই সভাপতির সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে আলোচনার পাশাপাশি ২০২৩ সালের মার্চ মাসে এফবিসিসিআইর সুবর্ণ জয়ন্তী উদযাপন ও এ উপলক্ষ্যে আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রদূতকে আগাম আহ্বান করেন এফবিসিসিআই সভাপতি।

এ সময় বৈঠকে ডেপুটি হেড অব মিশন ড. বার্ন্ড স্প্যানিয়ার, এফবিসিসিআইর সহ-সভাপতি সালাউদ্দিন আলমগীর, পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবির, ডা. নাদিয়া বিনতে আমিন ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআজই কর্মী ছাঁটাই শুরু করছে টুইটার
পরবর্তী নিবন্ধমিডল্যান্ড ব্যাংকের রংপুর শাখা উদ্বোধন