নিউজ ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদন সাপেক্ষে পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর করলো পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ২৯ নভেম্বর, মঙ্গলবার পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ((উদ্যোক্তা) এর পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (ট্রাস্টি) এর পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবত্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন তালুকদার এবং পিএলআই এসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন।
কোম্পানি সূত্র মতে, ফান্ডের আকার হবে ৫০ কোটি টাকা। উদ্যোক্তা হিসেবে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড দিবে ২৫ কোটি টাকা। বাকী ২৫ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে পিএলআই এসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এটি হবে পিএলআই এসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত প্রথম ফান্ড। ফান্ডের হেফাজতকারী হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।