পঞ্চগড়ে ১ হাজার চক্ষু রোগীকে সেবা দেবে রিক

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় জেলার ১ হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্য মতবিনিময় সভা করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে রিক’র পঞ্চগড় এরিয়া কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রিক’র উপ-পরিচালক আবু রিয়াদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এজিএম (কেন্দ্রীয় কার্যালয়) ফেরদৌসী বেগম গীতালি, দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির এবং পঞ্চগড় এরিয়ার এরিয়া ম্যানেজার মো. আব্দুল মালেক প্রামানিক শামীম।

সভায় অংশ গ্রহণ করেন জেলা সদর উপজেলার ধাক্কামারা, মুগুড়া, গরিনাবাড়ী, হাফিজাবাদ ও অমরখানা ইউপির প্রবীণ কমিটির সদস্যরা।

উপ-পরিচালক আবু রিয়াদ খান প্রবীণদের স্বাস্থ্য সেবা ও অর্থনৈতিক সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রবীণদের নিজেদেরকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে। রিক’র পক্ষ থেকে স্বাস্থ্য সহায়তা দেয়া হবে বলেও তিনি জানান।

সভায় জানানো হয়, শনিবার পঞ্চগড় জেলা সদরের উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। রিক, প্রবীণ কল্যাণ কর্মসূচি’র উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প শনিবার সকাল ৯:০০টা থেকে বেলা ২:০০টা এবং ৩:০০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত চলবে। চক্ষু ক্যাম্পে সেবা দিতে হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। যার ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা।

গ্রামীণ আই হসপিটাল, ঠাকুরগাঁও কর্তৃক চক্ষু রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমার পাওয়ার

পরীক্ষা ও প্রেসক্রিপশন প্রদান করা হবে। ছানি রোগীদের চিহ্নিত ও হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। অপারেশনের পর রোগীদের পুনরায় বিনামূল্যে ডাক্তার দেখানোর (ফলোআপের) ব্যবস্থা রয়েছে।

সকল ছানি অপারেশন রোগীদের হাসপাতালে আসা-যাওয়া, থাকা-খাওয়া, ঔষধ, লেন্স ও কালো চশমা প্রদান করা হবে। ছানি রোগীদের সচল মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে বলা হয়।

অন্যদিকে রিকের আয়োজনে রোববার শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও সভায় জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইর শেয়ারপ্রতি ৫০ পয়সা লভ্যাংশ ঘোষণা
পরবর্তী নিবন্ধছুটির দিনে মুখরিত সিরামিক মেলা