মূল লেনদেনের আগে শেয়ার কেনা-বেচার অর্ডার দেওয়ার জন্য রাখা প্রি-ওপেনিং সেশন বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দেশের পুঁজিবাজারে কোনো প্রি-ওপেনিং সেশন থাকছে না।
বিএসইসি সূত্র এ তথ্য জানা গেছে।
নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে লেনদেনের সময় সকাল ১০টা থেকে একটানা ২.২০টা পর্যন্ত চলবে। এরপর বেলা ২.২০ থেকে ২.৩০টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চালু হবে।
এর আগে সকাল ৯.৫৫টা থেকে ১০টা পর্যন্ত যে প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছিল, তা বাদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।