বার্জার পেইন্টস-এর সাবেক এমডি মসিহ-উল-করিম মারা গেছেন

নিউজ ডেস্ক : তরুণ পেশাজীবীদের আইকন বার্জার পেইন্টস-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিহ-উল-করিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন জটিলতায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মসিহ-উল-করিম ১৯৯২ সালে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগ দেন। ২০০৮ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির সফলতার জন্য নিবেদিতভাবে কাজ করেন তিনি। তার মেয়াদকালে বার্জার পেইন্টস বাংলাদেশ নতুন উচ্চতা অর্জন করে এবং এর প্রবৃদ্ধির জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেন।

এছাড়া তিনি ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে ২০০৫-২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এফআইসিসিআইয়ে তার মেয়াদকালে অনেকটা একক প্রচেষ্টায় তিনি একটি ব্যবসায়িক কমিউনিটি গড়ে তোলেন।

মসিহ-উল-করিম ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে লোকপ্রশাসন বিষয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দুটি আলাদা মেয়াদে তিনি দায়িত্বপালন করেন। এছাড়া তিনি দেশের অনেক বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
পরবর্তী নিবন্ধমিডল্যান্ড ব্যাংক-ট্রেডএক্স চুক্তি সই