মঙ্গলবার থেকে পাওয়া যাবে দুই ও পাঁচ টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট। সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিন স্বাক্ষরিত নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থবিভাগ।

সোমবার (২৮ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত দুই ও পাঁচ টাকার নোটে সিনিয়র অর্থসচিবের স্বাক্ষর সংযোজন করে মুদ্রণ করা হয়েছে। মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ইস্যু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারিভাবে জ্বালানি আমদানির সুযোগ দিতে চায় সরকার
পরবর্তী নিবন্ধনৌ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার