মরুতে আজ ঝড় তুলবে ফুটবল

খেলাধুলা ডেস্ক : মরুর বুকে এখন ভারী কংক্রিটের শাসন। চোখ ধাঁধানো সব স্থাপত্য, ঝাঁ চকচকে ইউরোপিয়ান ব্র্যান্ডের গাড়ি, পেট্রোডলারের আস্ম্ফালন- এই মরুভূমিতে এসবই এখন বাস্তব। একলা পড়ে শুধু মরুভূমিটাই! আর সেই মরুকেই আপন আলোয় আলোকিত করতে, নিজের অমোঘ টানে মোহিত করতে তার পাশে এখন ফুটবল। অনেক বিতর্ক আর সমালোচনা সহ্য করে কাতার প্রস্তুত ফিফা বিশ্বকাপের ২২তম আসর আয়োজনে। এই বিশ্ব আসরে প্রতিটি দেশের ফুটবলপ্রিয় মানুষের অংশগ্রহণ রয়েছে। যারা ঘরে বসে টেলিভিশনে খেলা দেখবেন, এই বিশ্বকাপও তাদের। গতকাল দোহার কনভেনশন সেন্টারে বিশ্বকাপ নিয়ে কথা বলতে বলতে ফিফা সভাপতিকে ছুঁয়ে গিয়েছিল আবেগ।

এই অনুষ্ঠান কিংবা স্বাগতিক কাতারের ম্যাচ ঘিরে স্থানীয়দের মধ্যে নেই তেমন কোন উদ্দীপনা। শনিবার ছুটির দিনটি বোধ হয় বাড়িতেই কাটাতে পছন্দ কাতারিদের। অবশ্য স্থানীয় কাতারিরা হৈ-হুল্লোড় করে রাস্তায় আনন্দ করবে, এটা ভাবাও যেন ভুল। এখানে বিশ্বকাপ নিয়ে যত উচ্ছ্বাস, তা ওই ইউরোপ-লাতিন থেকে আসা ফুটবলের বেদুইনরা। আগের রাতে বিমানবন্দর থেকে বেরোনোর পথে যে দলটি ব্রাজিলের পতাকা হাতে গান ধরেছিল, তাঁরা আসলে অপেক্ষায় ছিলেন নেইমারদের আগমনের। এখানে আর্জেন্টিনা-ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি সমর্থক চোখে পড়েছে পর্তুগাল আর স্পেনের। ইচ্ছা থাকলেও দিনে রোদের তাপে বের হচ্ছেন না তাঁরা; মেতে উঠছেন সন্ধ্যার পরই।

এবার খুব বেশি রাত জাগতে হবে না বাংলাদেশিদের। ম্যাচগুলো সাধারণত বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা আর ১০টায় শুরু হবে। কিছু ম্যাচ রয়েছে রাত ১টায়। এবার আর বিশ্বকাপ নিয়ে বৃষ্টিভেজা রাতের কোনো গল্প থাকবে না, কেননা প্রথা ভেঙে এই প্রথম বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। এই প্রথম এত ছোট্ট একটা দেশ এবং একটি মাত্র শহরে ফুটছে ‘ফুটবলের ফুল’।

পূর্ববর্তী নিবন্ধদেশ আরও ১৮ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধএক সপ্তাহে বিশ্বে জ্বালানি তেলের দাম কমল ১০ শতাংশ