সার আমদানিতে এলসির মেয়াদ বাড়লো

নিজস্ব প্রতিবেদক : চলমান সংকট পরিস্থিতিতে সার ও শিল্পের কাঁচামাল, রপ্তানি খাতের ব্যাক টু ব্যাক এলসি ও কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে দায় পরিশোধের সময় ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের লেনদেনে দেওয়া এই নীতি সহায়তার বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে উল্লেখিত সুবিধা রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নতুন এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এর আগে চলতি বছরের ২০ জুলাইয়ে জারি করা এক প্রজ্ঞাপনে এলসি পরিশোধের মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরাও উল্লেখিত পণ্যের কাঁচামাল আমদানিতে এলসির মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করার দাবি জানিয়ে আসছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধওষুধ ও চামড়াখাতে বিনিয়োগের আগ্রহ আগ্রহ প্রকাশ ইরাকি উদ্যোক্তাদের