নিজস্ব প্রতিবেদক : অবৈধ পথে প্রবাসী আয় দেশে আনাকে নিরুৎসাহিত করতে এ পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের পাঁচ হাজারের বেশি এজেন্টশিপ বাতিল করা হয়েছে। এবার এসব অবৈধ এজেন্টের সুবিধাভোগীদের হিসাব জব্দ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এই পদক্ষেপের অংশ হিসেবে বুধবার এসব এজেন্টের সুবিধাভোগী ২০০ হিসাব ফ্রিজ করেছে বিএফআইইউ। সব মিলিয়ে চলতি বছরের এই পর্যন্ত ২৩০টি হিসাব জব্দ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সবসময়ই প্রবাসীদের উৎসাহ ও বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে। এরপরও সুফল মিলছে না। এজন্য হুন্ডি প্রতিরোধে সরকার ও বাংলাদেশ ব্যাংক থেকে এ পর্যন্ত নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে চলতি বছর ২৩০টি হিসাব জব্দ করা হয়েছে।
জানা যায়, যাদের হিসাব জব্দ করা হয়েছে তাদেরকে অবৈধ চ্যানেল ব্যবহার না করে যেন বৈধ চ্যানেল ব্যবহার করে সে বিষয়ে উদ্বুদ্ধকরণের জন্যই বাংলাদেশ ব্যাংক এমন উদ্যোগ নেয়া হয়েছে। এসব চ্যালেন যদি বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো শুরু করে তা বাংলাদেশ ব্যাংক অবহিত করে তাহলে হিসাবগুলো আবার চালু করে দেয়া হবে।