ইসলামী ব্যাংকের ওআর নিজাম রোড শাখা স্থানান্তর

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ওআর নিজাম রোড শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ রোডের স্যানমার টাওয়ার-১, ৫৯১৪/সি সিডিএ এভিনিউতে এ শাখা স্থানান্তর করা হয়েছে।

সম্প্রতি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মিয়া মোহা. বরকত উল্লাহ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস।

চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইনের সভাপতিত্বে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বক্তব্য দেন প্রাক্তন জেলা সেশন জজ মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম ইন্সটিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সাইন্সের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল হাসান, চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম কমু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আসিফুল হক চৌধুরী। এতে শাখার কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅসম্ভবকে সম্ভব করাই বাঙালির চরিত্র
পরবর্তী নিবন্ধ৩ ক্যাটাগরিতে আইসিএবি অ্যাওয়ার্ড পেলো মার্কেন্টাইল ব্যাংক