কপারটেকের লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কপারটেকের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস শেয়ার ঘোষণার পর বিতরণে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২১ ডিসেম্বর।

পূর্ববর্তী নিবন্ধপর্যটন শিল্পের বিকাশে ব্র্যান্ডিং জরুরি
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ