দেশের বাজারে এল বিএমডব্লিউ এক্স সেভেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় পাওয়া যাচ্ছে খ্যাতনামা গাড়ির ব্র্যান্ড বিএমডব্লিউ এর নতুন মডেল এক্স সেভেন এক্স ড্রাইভ ফোর্টি আই।

বাংলাদেশে বিএমডাব্লিউ এর অফিসিয়াল ডিলার এক্সিকিউটিভ মোটরস বাজারজাত করছে সর্বাধুনিক মডেলের এ বিলাসবহুল গাড়ি।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বীর উত্তম শওকত সড়কে এক্সিকিউটিভ মোটরসে নতুন এ গাড়ি প্রদর্শন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে গাড়ির বিভিন্ন নতুন বৈশিষ্ট্য তুলে ধরা হলেও দাম উল্লেখ করা হয়নি।

এতে বলা হয়, বিএমডব্লিউ এক্স সেভেনের এ মডেলে নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সংস্করণে গাড়িটির সম্মুখভাগে আইড্রাইভ ও কার্ভাড ডিসপ্লেসহ সর্বশেষ অপারেটিং সিস্টেম যুক্ত করা হয়েছে।

এ মডেলে গাড়িটির টুইন হেডলাইট ও কিডনি গ্রিল ব্যবহারকারীর নজর কাড়বে।

বিএমডব্লিউ বাংলাদেশের পরিচালক অপারেশনস আশিক উন নবী বলেন, নতুন এই মডেলে ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড প্রযুক্তির পাশাপাশি নতুন বিএমডাব্লিউ এক্স সেভেনে উন্নত ও বিলাসবহুল হার্ডওয়্যারের সমন্বয় করা হয়েছে। গাড়িটি চালানোর ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দিবে।

তিনি জানান, এতে সিক্স-সিলিন্ডার ইন-লাইন ইঞ্জিন রয়েছে যা গাড়ির জ্বালানি ব্যবহার, গ্যাস এক্সচেঞ্জ, ভালভ নিয়ন্ত্রণ এবং কর্মক্ষমতা বাড়াতে ইগনিশন ব্যবস্থার জন্য অনেক ভালো ভাবে কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধশেষ মুহূর্তে আবাসন মেলায় ভিড়
পরবর্তী নিবন্ধকক্সবাজারে তিনদিনে ২৫০ কোটি টাকার বাণিজ্য