বিএসির ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তি

নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক লিমিটেডের অনলাইন সেবার মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) গ্রাহকদের যাবতীয় ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং বিএসির মধ্যে ডিপিডিটির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। (২৬ ডিসেম্বর) সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিমের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মোঃ মর্নিউজ্জামান এবং বিএসির পক্ষে প্রতিষ্ঠানটির সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার আতিকুর রহমান এবং বিএসি ও ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে জনতা ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধইজতেমার নিরাপত্তায় থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ: জিএমপি কমিশনার