নিউজ ডেস্ক : বিদায়ী বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে। বছরটিতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪৯.৮৫ পয়েন্ট বা ৮.১৪ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের বছরের অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ৬ হাজার ৭৫৬.৬৫ পয়েন্টে। আর চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের শেষ কার্যদিবস ডিএসইএক্স সূচক দাঁড়ায় ৬ হাজার ২০৬.৮১ পয়েন্টে। বছরের ব্যবধানে ডিএসইএক্স ৫৪৯.৮৫ পয়েন্ট বা ৮.১৪ শতাংশ কমেছে।
বছরটিতে ডিএসই শরিয়াহ সূচক ৭২.২৯ পয়েন্ট বা ৫.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮.৮৩ পয়েন্টে। আগের বছরের অর্থাৎ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই শরিয়াহ সূচক ছিল ১ হাজার ৪৩১.১২ পয়েন্টে।
আর বিদায়ী বছরে ডিএসই-৩০ সূচক ৩৩৭.২৮ পয়েন্ট বা ১৫.৩৬ শতাংশ কমেছে। বিদায়ী বছরের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক দাঁড়ায় ২ হাজার ১৯৫.৩০ পয়েন্টে। ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক ছিল ২ হাজার ৫৩২.৫৮ পয়েন্টে।