মার্টিনেজের আচরণে ক্ষুদ্ধ ফ্রান্স চিঠি পাঠাল আর্জেন্টিনায়

খেলাধুলা ডেস্ক : ৩৬ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। অনেক সাধের এমন ট্রফি জয়ের পর উল্লাসে ফেটে পড়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। উদযাপন চলছে গত কয়েকদিন ধরেই। কিন্তু এই উদযাপনকে ঘিরেই জন্ম হয়েছে নতুন বিতর্কের।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড়সড় অবদান রেখেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নির্ধারিত সময়ের খেলা ও টাইব্রেকারে একাধিক গোল বাঁচিয়ে দলকে বিশ্বসেরার মুকুট এনে দেন তিনি। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ের পথে বড় এক কাঁটা হয়েই এসেছিলেন কিলিয়ান এমবাপে, ফাইনালে করেছিলেন হ্যাটট্রিক। তবে সে বাঁধা উপেক্ষা করে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতেই গেল, তখন সেই এমবাপেকে নিয়ে রীতিমতো ঠাট্টায় মেতে উঠেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ম্যাচ শেষে উদযাপনের সময় এমবাপেকে টেনে আনেন এমিলিয়ানো মার্টিনেজ। ড্রেসিংরুমে উদযাপনের সময় সবাইকে থামিয়ে বলেন এক মিনিট নীরবতা। এরপর গানের সুরে বলে ওঠেন, ‘মরে যাওয়া এমবাপের জন্য।’

এমবাপেকে তিনি আর্জেন্টিনায় তাদের ট্রফি প্যারেডেও খোঁচা দিয়েছেন। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করার সময় এমবাপের চেহারা বসানো একটা বাচ্চা পুতুল কোলে নিয়ে বিদ্রুপ করেছেন ফরাসি এই তারকাকে নিয়ে। এমির এই অতিরিক্ত বাড়াবাড়ি নিয়ে এবার নড়েচড়ে বসেছে ফরাসি ফুটবল সংস্থা। ফ্রেঞ্চ এফএ-র প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত সরকারি চিঠি পাঠিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াকে। নোয়েল বলেন, ‘আর্জেন্টাইন ফেডারেশনের প্রেসিডেন্টকে আমি অভিযোগ জানিয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধঢাকা রক ফেস্টে গাইবে ৩২ ব্যান্ড দল
পরবর্তী নিবন্ধরমজান-ঈদ বিবেচনায় ভোজ্য তেলে ভ্যাট সুবিধার মেয়াদ বাড়ছে