নিউজ ডেস্ক : নিজেরা তো নয়, কাউকেই আর রাস্তা বন্ধ করে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বায়তুল মোকারvমের দক্ষিণ গেটের সমাবেশস্থল পরিবর্তনের কথাও জানান তিনি। সমাবেশটি মহানগর নাট্যমঞ্চে করা হবে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
সভায় ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাস, পুলিশের ওপর আক্রমণ শুরু গেছে। আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হচ্ছে।
এ সময় রাস্তা বন্ধ করে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে সমাবেশ করা এটা- আর হতে দেওয়া হবে না। আমরাও করবো না।
তিনি আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশ দিয়েছে। যদিও শুক্রবার, তারপরও আমরা বলে দিয়েছি মহানগর নাট্যমঞ্চে করতে, রাস্তায় না। তাহলে বিএনপি কেন অনড় অবস্থানে আছে? তারা বিশৃঙ্খলা করবে, সরকার পতন ঘটাবে- ওই সব দুরভিসন্ধি আমরা জেনে গেছি। আমাদের নেতা কর্মীরা আজ থেকে সতর্ক অবস্থানে পাহারা দেবেন।
এ সময় বিএনপি আক্রমণ শুরু করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা আক্রমণ করবো না, আক্রমণকারী হবো না। কিন্তু উস্কানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে।