সেপা চুক্তির বিষয়ে চলতি মাসেই ভারতের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক : সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে ভারতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তির (সেপা) বিষয়ে অনানুষ্ঠানিক প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
রোববার (১৮ ডিসেম্বর) বিডা কার্যালয়ে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এ ছাড়া সীমান্ত হাট শক্তিশালী করতে উভয় দেশ অবকাঠামো উন্নয়ন শুরু করেছে বলেও জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, শিগগিরই ডলার সংকট কেটে যাবে। বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও ভোগ্যপণ্যের দাম কমতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বাজারে এর প্রভাব পড়বে। জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করা হবে।

রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, হুন্ডির কারণে রেমিট্যান্স কমে এসেছে। সরকার তা নিয়ে কাজ করছে। এতে হন্ডি কমে যাবে এবং রেমিট্যান্সের প্রবাহ বাড়বে।

এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্য অব্যাহত রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপূবালী ব্যাংকের এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকেউ যেন আর বিচারহীনতার কষ্ট না পায়: প্রধানমন্ত্রী