উরফি জাভেদের বিরুদ্ধে পুলিশের কাছে আইনজীবীর লিখিত অভিযোগ

বিনোদন ডেস্ক : আবারও আইনি জটিলতা পড়েছেন উরফি জাভেদ। এবার তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উরফি জাভেদের বিরুদ্ধে জনসম্মুক্ষে এবং সোশ্যাল মিডিয়ায় অবৈধ ও অশ্লীল কাজ করার লিখিত অভিযোগ করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে। ভারতীয় এক পুলিশ কর্মকর্তা সূত্রে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

পিটিআইয়ের একটি সূত্র বলছে, শুক্রবার আন্ধেরি পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা দুদিন আগে এই সংক্রান্ত একটি আবেদন পেয়েছি।’

‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফি জাভেদ মূলত তার ভিন্ন ধরনে, পরীক্ষামূলক পোশাকের জন্য খ্যাত। পোশাকের উপকরণ প্রায়ই নজরকাড়ে সবার। দড়ি, তার, পাথর, কাচের টুকরো, ফুলের পাপড়ির মতো অজস্র জিনিস দিয়ে পোশাক তৈরির পরীক্ষা-নিরীক্ষা তিনি করতেই থাকেন।

এর আগে উরফি তার ‘হায় হায় ইয়ে মজবুরি’ গানের পোশাকের জন্য আইনি জটিলতায় পড়েছিলেন। এক দর্শকই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার বিহাইন্ড দ্য সিন ভিডিও অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন।

শুধু আইনি মামলাই নয়, অভিনেত্রী চেতন ভগতের সঙ্গে বিবাদের জেরেও শিরোনামে রয়েছেন। লেখক সম্প্রতি উরফি জাভেদের পোশাক সম্পর্কে মন্তব্য করে বলেন, সেগুলো ‘ছেলেদের বিচলিত করে’। পাল্টা দিতে ছাড়েননি উরফিও। সব মিলিয়ে উরফি জাবেদ নতুন করে আলোচনায় এসেছেন।

পূর্ববর্তী নিবন্ধআকস্মিক শুল্ক-করারোপে ক্ষতিগ্রস্ত সিমেন্ট খাত: বিসিএমএ
পরবর্তী নিবন্ধন্যূনতম বেতন নির্ধারণ করে কর্মীদের চাহিদাপত্র নেবো: প্রবাসী কল্যাণমন্ত্রী