ডিএসইর পিই রেশিও কমেছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ ডিসেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৩৪ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৫১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৪৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৫ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছিল।

পূর্ববর্তী নিবন্ধ৪ মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এলো ১৫৪ কোটি ডলার
পরবর্তী নিবন্ধজাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো ওয়ালটন প্লাজা