ফরচুন সুজের লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফরচুন সুজের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। তবে আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর কোম্পানিটি বিএসইসির কাছে সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২১ ডিসেম্বর।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের ব্যাপক বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরোজার পণ্য আমদানি সহজ করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের