লুব্রিকেন্টস আমদানি এলসির মার্জিনের শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন অয়েল ও লুব্রিকেন্টস আমদানি ঋণপত্র (এলসি) স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের শর্ত শিথিল করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অব্যাহত ও বাজারে লুব্রিকেন্টসের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, পণ্য আমদানির জন্য ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ ও ৭৫ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া আছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিল্পকারখানা পরিচালনা ও শিল্প-কার্যক্রম সচল রাখাসহ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চলমান ও বাজারে লুব্রিকেন্টসের সরবরাহ স্বাভাবিক রাখতে ইঞ্জিন অয়েল, লুব্রিকেন্টস ও এর উৎপাদন এবং প্রস্তুত সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে। এলসি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধইন্ট্রাকো রিফুয়েলিং শেয়ার কারসাজি তদন্তে কমিটি গঠন বিএসইসির
পরবর্তী নিবন্ধলতা মুঙ্গেশকরের সঙ্গে নিজের তুলনা করলেন কঙ্গনা