লোকসানে জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক : চলতি হিসাব বছরে প্রথম প্রান্তিকে (২০২২ জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত বড় লোকসান করেছে। সেই সঙ্গে কমেছে সম্পদের পরিমাণ। পাশাপাশি ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৩ পয়সা।

লোকসানের পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৮ পয়সা, যা তিন মাস আগে বা জুন শেষে ছিল ২৮ টাকা ৭৯ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ১০ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১ টাকা ২৯ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ পদক জিতলো আরএফএল-এর ‘বিনস অব চেঞ্জ’ ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৪৩ শতাংশ