সৌদি আরবকে হটিয়ে চীনের বৃহত্তম তেল সরবরাহকারী রাশিয়া

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের নভেম্বর মাসে রাশিয়ার কাছ থেকে চীনের অপরিশোধিত তেল আমদানি বেড়েছে ১৭ শতাংশ। ৫ ডিসেম্বর জি সেভেন জোটের জারি করা সর্বোচ্চ ক্রয়সীমা কার্যকর হওয়ার আগেই চীনা কোম্পানিগুলোর রুশ তেল কেনার হিড়িকে এই আমদানি বেড়েছে। এর ফলে চীনের বৃহত্তম তেল সরবরাহকারী হিসেবে সৌদি আরবের জায়গা নিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

৫ ডিসেম্বর থেকে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর জি সেভেন দেশগুলো রুশ তেলের সর্বোচ্চ ক্রয়মূল্য প্রতি ব্যালে ৬০ ডলার নির্ধারণ করে দিয়েছে। ইউক্রেনে যুদ্ধের ব্যয় নির্বাহে রাশিয়াকে বিপাকে ফেলতে এই পদক্ষেপ নিয়েছে জোটটি।

কিন্তু রুশ তেলের মূল্য ছাড়ের কারণে চীনা ক্রেতারা অপরিশোধিত তেল আমদানি বাড়িয়ে দেয়। বিশেষ করে শানডংয়ের স্বতন্ত্র পরিশোধনকারীরা নভেম্বরে বিপুল পরিমাণ রুশ তেল আমদানি করেছে।

অবশ্য মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উদ্বেগ থাকায় চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কিছু শোধনকারী রুশ তেল আমদানি কিছুটা কমিয়েছে।

পরিসংখ্যান অনুসারে, নভেম্বরে সৌদি আরবের কাছ থেকে চীনের তেল আমদানির পরিমাণ ছিল ১.৬১ মিলিয়ন বিপিডি। এক বছর আগের তুলনায় যা ১১ শতাংশ কম।

পূর্ববর্তী নিবন্ধপুনর্গঠনের পাঁচ বছরেই সেরাদের তালিকায় এনআরবিসি ব্যাংক
পরবর্তী নিবন্ধআর্থিক প্রতিষ্ঠানেও বিশেষ ছাড়