১ জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ী ও করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৮ ডিসেম্বর) এনবিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এনবিআর নিজস্ব ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বৃদ্ধি করে। ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার তা ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে। বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন চ্যালেঞ্জে পড়বে বেসরকারি খাত, প্রস্তুতি নিতে এফবিসিসিআই’র আহ্বান
পরবর্তী নিবন্ধমেট্রোরেলে স্মার্ট বাংলাদেশের সূচনা হলো: পরিকল্পনা প্রতিমন্ত্রী