
প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রাইভেট কর্মাশিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে আইসিএমএবি থেকে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছে।
গত ১ ডিসেম্বর এক অনুষ্ঠানে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলীর কাছে এ পুরস্কার হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মো. জসিম উদ্দিন, আইসিএমএবির সভাপতি মো. মামুনুর রশীদ, এফসিএমএ এবং আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।