খেলাধুলা ডেস্ক : সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকের এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক হলেন ইংল্যান্ডের ডান-হাতি লেগ স্পিনার রেহান আহমেদ। এত দিন এই রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সকে পিছনে ফেললেন রেহান।
পাকিস্তানের বিপক্ষে আজ শেষ হওয়া করাচিতে টেস্টে অভিষেক হয় রেহানের। প্রথম ইনিংসে ৮৯ রানে ২ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৫ উইকেট নেন রেহান।
১৮ বছর ১২৬ দিনে টেস্টের অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে বিশ^ রেকর্ডের মালিক হলেন রেহান। এতোদিন সর্বকনিষ্ট বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেয়া বোলার ছিলেন কামিন্স। ২০১১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ বছর ১৯৩তম দিনে টেস্ট অভিষেকের দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন কামিন্স।
১১ বছর পর কামিন্স বিশ্ব রেকর্ড দখলে নিলেন রেহান। তার অভিষেক টেস্টে ৮ উইকেটে জয় পায় ইংল্যান্ড। এ ম্যাচ জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিততে পারে ইংলিশরা।