‘কৃষি উৎসব ২০২২’—এ সোশ্যাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিতরণ

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের কোটালিপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে তিন দিনব্যাপী ‘কৃষি উৎসব ২০২২’ অনুষ্ঠিত হয়েছে।

নিওস্টার ইনোভেশনের উদ্যোগে আয়োজিত কৃষি উৎসবে সোশ্যাল ইসলামী ব্যাংক খামারিদের মাঝে বিনিয়োগ বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান খামারিদের মাঝে বিনিয়োগের চেক হস্তান্তর করেন।

এসময় সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মহিবুল কাদির, বঙ্গবন্ধু সমাধি সৌধ শাখার ব্যবস্থাপক সৈয়দ শামীম আল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খামারী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধদেশে একবছরে এইডসে মারা গেছেন ২৩২ জন: স্বাস্থ্যমন্ত্রী