ঢাকা রক ফেস্টে গাইবে ৩২ ব্যান্ড দল

বিনোদন ডেস্ক : ব্যান্ড মিউজিক অনুরাগীদের জন্য বছর শেষে বাংলালিংক নিয়ে আসছে ঢাকা রক ফেস্ট ৩.০। এটি আয়োজনে স্কাই ট্র্যাকার লিমিটেড। ২৭ ও ২৮ ডিসেম্বর আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সেখানে দুদিন দেশের জনপ্রিয় ব্যান্ডদল থাকছে।

এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম। সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হচ্ছে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল এভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনসাশ, কার্নিভাল, আফটারম্যাথ ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীন এর শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।

এবছরের শো সম্পর্কে স্কাই ট্র্যাকারের ডিরেক্টর সাজিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে রক মিউজিক অসম্ভব জনপ্রিয়। কনসার্টপ্রেমী তরুণ গোষ্ঠীকে প্রতিবারের মতো এবারও আমরা আনন্দে ভাসাতে চাই। তরুণদের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি নিয়মিত আয়োজন করি আমরা।

পূর্ববর্তী নিবন্ধপদ্মায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমার্টিনেজের আচরণে ক্ষুদ্ধ ফ্রান্স চিঠি পাঠাল আর্জেন্টিনায়