বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় শাস্ত্রীয় যন্ত্রসংগীতের উপর প্রশিক্ষণ কর্মশালা। এর মূখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন ভারতের বিখ্যাত যন্ত্রসংগীত শিল্পী পণ্ডিত দিশারী চক্রবর্তী।
তিনি ৭ দিনের কর্মশালা শেষে ২ ডিসেম্বর শিক্ষার্থীদের নিয়ে ৩টি ভাগে অর্কেস্ট্রা পরিবেশনা করান। এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলু ও সংগীত পরিচালক চন্দন দত্ত।
বাংলাদেশে শাস্ত্রীয় যন্ত্রসংগীতের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে পণ্ডিত দিশারী চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের জলবায়ু সংগীত সৃষ্টির জন্য অনুকূল। এখানে প্রকৃতি নিজেই প্রতিনিয়ত সংগীত সৃষ্টি করে। আমার শিক্ষার্থীদের অনেকের মধ্যে ব্যাপক সম্ভাবনা দেখেছি। শুধু দরকার সঠিক শিক্ষা এবং দিকনির্দেশনা। তবে একটা বিষয়ে আমি খুবই মর্মাহত তা হলো, আমি যে যন্ত্রটা বাজাই, বাংলাদেশে এই যন্ত্র বাজানোর কোনো যন্ত্রী নেই। একটা দেশ থেকে একটা যন্ত্র বিলুপ্ত হয়ে গেছে, এটা খুবই পীড়া দেয়। আমি চাই কেউ একজন আগ্রহ নিয়ে আসুক, আমি তাকে শেখাতে চাই।’
পণ্ডিত দিশারী চক্রবর্তী একাধারে সন্তুর বাদক, সংগীত পরিচালক এবং প্রশিক্ষক। প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন যন্ত্রসংগীতে প্রশিক্ষণ দিচ্ছেন।একই সঙ্গে তিনি সাউন্ড ডিজাইন, মিউজিক কম্পোজিং ইন ফিল্ম, অডিও রেকর্ডিং অ্যান্ড এডিটিং বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করলেও তার মায়ের পরিবার অবিভক্ত বাংলাদেশের কুমিল্লার এবং বাবার পরিবার ২০০ বছর আগে নারয়ণগঞ্জে বসবাস করতেন। সেই সূত্রে তিনি নিজেকে বাংলাদেশের মানুষ হিসেবে মনে করেন।