৩ ক্যাটাগরিতে আইসিএবি অ্যাওয়ার্ড পেলো মার্কেন্টাইল ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি : ২০২১ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ২২তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ব্যাংকটি তিনটি ক্যাটাগরিতে যথাক্রমে বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে যৌথভাবে তৃতীয়, কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজারস ক্যাটাগরিতে যৌথভাবে তৃতীয় এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং ক্যাটাগরিতে এককভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।

গত ৩ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএবি থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং সিএফও তাপস চন্দ্র পালের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অনুষ্ঠানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বিএসইসির চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফআরসি চেয়ারম্যান ড. মো. হামিদ উল্লাহ্ ভূঁঞা, আইসিএবির সভাপতি মো. শাহাদাত হোসেন, এফসিএ ও চেয়ারম্যান (আরসিপিএআর) মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হাসনে আলম এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ওআর নিজাম রোড শাখা স্থানান্তর
পরবর্তী নিবন্ধমানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নিয়ে ন্যাশনাল ব্যাংকের কর্মশালা