প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ৪ কোটি টাকা দিল আল-আরাফাহ্

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এ ৪ কোটি টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। রোববার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চেক হস্তান্তর করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ করা যেতে পারে, অনুষ্ঠানটির মাধ্যমে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলো প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছে। এ অনুদান দেওয়া হয় বিএবি’র ব্যানারে।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংকের বিশেষ সেবাদান কাউন্টার উদ্বোধন
পরবর্তী নিবন্ধদুস্থদের মাঝে কম্বল বিতরণ করলো ইউনিয়ন ব্যাংক