রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের আরও ৭৫০ কোটি টাকা সহায়তা

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি খাদ্য ও জ্বালানির অত্যধিক মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে কক্সবাজারের অসহায় ও বিপদগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় বাংলাদেশিদের চলমান চাহিদা মেটানোর লক্ষে মানবিক সহায়তা হিসেবে আরও ৭৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় প্রায় ৭৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন এই অর্থায়নের ফলে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি-এর সাথে মিলে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীকে অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তার পাশাপাশি অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা দিতে পারবে।

এই নতুন তহবিল ব্যবহার করে প্রায় ৬ লাখ মানুষকে গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী সহায়তা দেওয়া সম্ভব হবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে।

খাদ্য ও পুষ্টি সহায়তার মধ্যে রয়েছে- উদ্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে ইলেকট্রনিক ভাউচার বা রশিদের মাধ্যমে প্রধান খাদ্যশস্য ও তাজা শাকসবজি সংগ্রহের ব্যবস্থা করার পাশাপাশি ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অপুষ্টিতে আক্রান্ত শিশু এবং গর্ভবতী নারী ও সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের পুষ্টিকর খাবার খাওয়ানো কর্মসূচিকে সহায়তা করা। এই কর্মসূচিগুলোর উদ্দিষ্ট জনগোষ্ঠী হবে ৩৩টি শরণার্থী শিবির ও স্থানীয় জনগোষ্ঠী অধ্যুষিত ১৩০টি এলাকার বাসিন্দারা। এছাড়াও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির মাধ্যমে ডব্লিউএফপি শরণার্থী শিবিরগুলোর অভ্যন্তরে অবস্থিত জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত অবকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য স্থানীয় কমিউনিটির সাথে যৌথভাবে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ইউএসএআইডি রোহিঙ্গাদের প্রয়োজনে তাদের পাশে থাকার পাশাপাশি তাদের আশ্রয় দেওয়া উদার স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীকেও সহায়তা করা অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২০৯তম শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধবেড়েছে সবজি-ডিমের দাম, আদা-রসুন-মরিচও দ্বিগুণ