
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। এছাড়া, অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫২ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১১১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৫০৭ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৪১ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৫৩ পয়েন্টে, সিএসসিএক্স ১৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৯৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৪৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ৬৮টির। দিন শেষে সিএসইতে ৫ কোটি ২৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।