প্রাইম ব্যাংক ফাউন্ডেশন-এহসান খান আর্কিটেক্টসের সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক: প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, প্রাইম ব্যাংকের একটি অলাভজনক সামাজিক উদ্যোগ। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন সাভারের আশুলিয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়নে এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করে।

বুধবার (৪ জানুয়ারি) সমঝোতা চুক্তি সই অনুষ্ঠিত হয়।

এই স্টেট-অব-দ্য-আর্ট প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে থেকেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে। ভবিষ্যতে প্রকল্পটিতে একটি মেডিকেল কলেজ ও একটি নার্সিং কলেজও প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধডলারের দামে সেঞ্চুরি করল কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধসিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়াই দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল