বরিশালে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ দিলো এবি ব্যাংক

নিউজ ডেস্ক : এবি ব্যাংক লিমিটেডের উদ্যোগে বরিশাল জেলার প্রান্তিক কৃষকদের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এ ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান ও মো. হারুন-অর-রশিদ।

এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পূর্ববর্তী নিবন্ধমেহমুদ হোসেনকে ন্যাশনাল ব্যাংকে ফিরতে বললেন গভর্নর
পরবর্তী নিবন্ধকাতারে স্টেডিয়াম তৈরির সময় হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে রুল