ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ১০

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তিনটি বগির জানালার কাচ ভেঙে যায়।

এতে ট্রেনের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছে। এরপর কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময় বগিতে ধাক্কা লাগে। এতে করে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় অন্তত ১০ জন ট্রেনের যাত্রী আহত হন। এ ঘটনায় আরও তিনটি বগির জানালার কাচ ভেঙে যায়।

এ প্রসঙ্গে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুর নবী বাংলানিউজকে জানান, এগারসিন্দুর ট্রেন ভৈরব স্টেশনে আসার পর ট্রেনটির ইঞ্জিন পাল্টানোর সময় ধাক্কা লেগে একটি বগি লাইনচ্যুত হয়েছে।
আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি মেরামত করে পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ ফার্মেসি বন্ধ করা হবে: ঔষধ প্রশাসনের ডিজি
পরবর্তী নিবন্ধকমছে চাল-সবজির দাম