খিলক্ষেত থেকে উত্তরায় যানবাহনের দীর্ঘ সারি

নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমায় আসা মানুষের প্রভাবে রাজধানীর বনানী থেকে আব্দুল্লাহপুরগামী সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে যানবাহনের সারি খিলক্ষেত থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত ছাড়িয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, আবদুল্লাহপুরের দিকে যেতে চাওয়া গাড়িগুলো খিলক্ষেতের দীর্ঘ যানজটে আটকে আছে। এ ছাড়া অপর পাশে আব্দুল্লাহপুর থেকে বনানীর দিকে আসা গাড়িগুলো এগোচ্ছে ধীরগতিতে। এ সময় গুরুত্বপূর্ণ বাস স্টপেজগুলোতে বহু মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

তবে যানজটে আটকে থাকা বাসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। এক নারী বলেন, বনানী যেতে বাসের জন্য আধঘণ্টা ধরে অপেক্ষা করেছি। যে গাড়িগুলো আসছে সবগুলোতে ভিড়।

বিশ্ব ইজতেমা উপলক্ষে মানুষ আসতে শুরু করায় রাস্তায় গাড়ির চাপ বাড়ছে বলে জানিয়েছেন বাসচালক রফিক।

এদিকে আর্মি স্টেডিয়ামে থেকে মহাখালী পর্যন্ত সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি সেলসিয়াস
পরবর্তী নিবন্ধইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ