
নিউজ ডেস্ক : দেশের শেয়ারবাজারে নতুন বছরের প্রথম দুই দিন ধারাবাহিকভাবে পতন হলেও তৃতীয় দিন মঙ্গলবার (৩ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিলে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন বাড়লেও তা ছিল ধীরগতি। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫২ পয়েন্টে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৩২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৪ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১১৯ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ১৯৮ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৪৬ কোটি ৫১ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৭৯ পয়েন্টে, সিএসসিএক্স ১২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৫২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১৩ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৭০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ১০২টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ৫৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।