শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

নিউজ ডেস্ক : বাংলাদেশের শেয়ারবাজারে বেশকিছু দিন পতনের পর মঙ্গলবার (১০ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৬টি কোম্পানির, দরপতন হয়েছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ১৭৪টির।

ডিএসইতে মোট ৪৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৪৭ পয়েন্টে, সিএসসিএক্স ২৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৯৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪১টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির। দিন শেষে সিএসইতে ১৩ কোটি ৩০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধচিকিৎসায় সবাইকে স্বাস্থ্য কার্ড দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী