সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৬ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৬টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসাইন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন, এসএমই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- লক্ষীপুরের রায়পুর শহর, কমলনগর করইতলা বাজার, ঝালকাঠির কাঠালিয়া বাজার, নলছিটির নতুনহাট বাজার, চাঁদপুরের শাহ্রাস্তির সাহেব বাজার, কেশরাঙ্গা বাজার, কুমিল্লার আর্দশ সদর শিবের বাজার, সদর দক্ষিণের লালমতি মিল গেইট, কিশোরগঞ্জের বিশ্ব রোড সগড়া বাজার, ভৈরবের শিমুলকান্দি বাজার, খুলনার পাইকগাছা চাঁদখালী বাজার, বাগেরহাটের কচুয়া বাধাল বাজার, ফরিদপুরের ভাংগা আব্দুলাবাদ বাজার, চট্টগ্রামের মির্জারহাট ভূজপুর, কক্সবাজারের মহেশখালী কালামারছড়া ঝাপুয়া বাজার, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিণবেড় বাজার।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত